ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভর্তিযুদ্ধ চলবে বেলা ১১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর দুই হাজার ৩৮৩টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন পরীক্ষার কেন্দ্রের সামনে সকাল থেকে ভিড় করছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। সকাল সাড়ে ৯টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হয়।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করছেন।

এই প্রতিবেদনের পরবর্তী আপডেট : ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

এমএইচ/আরএস/এমএস

আরও পড়ুন