ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রুয়েটে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রকাশিত: ০৭:০৭ এএম, ১২ আগস্ট ২০১৫

ক্রেডিট কমানোর দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে তাদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে এ বন্ধ ঘোষণা করা হয় বলে জাগো নিউজকে জানিয়েছেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ।

রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট কমানোর যে অযৌক্তিক আন্দোলন করছে তার পরিপ্রেক্ষিতে তারা যেন কোনো সহিংসতা সৃষ্টি করতে না পারে তাই অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবার কবে ক্লাস শুরু হবে এ ব্যাপারে পরস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে ক্রেডিট কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার উপাচার্যের দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বর্তমানে ৩৩ ক্রেডিট চালু থাকা পদ্ধতি বাতিলের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা উপাচার্যের দফতরের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে।

এসএস/পিআর