ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

‘গ’ ইউনিট দিয়ে ঢাবিতে ভর্তিযুদ্ধ শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১২:২১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হলো ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। আজ (শুক্রবার) ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে ঢাবিতে এ ভর্তিযুদ্ধ শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এ প্রথম ভর্তি পরীক্ষা। এ বছর ঢাবির ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্দিষ্ট কেন্দ্র প্রবেশ করেন। পরীক্ষার হলে প্রবেশের সময় মোবাইল ফোনসহ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। এছাড়া পরীক্ষায় অসাদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করছেন। তবে শিক্ষাবর্ষের এ প্রথম ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো অসাদুপায় অবলম্বনকারী বা প্রশ্ন ফাঁসের তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোথাও কোনো প্রকার অসাদুপায় অবলম্বনের ঘটনা ঘটেনি।

এমএইচ/আরএস/এমএস

আরও পড়ুন