ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে বসছেন উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আগামী ১৬ সেপ্টেম্বর উপাচার্যের কার্যালয় পুরাতন সিনেট মিলনায়তনে বসবেন তিনি। প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও উপাচার্যের সঙ্গে থাকবেন।
আলোচনার জন্য ইতোমধ্যে সক্রিয় ছাত্র সংগঠনগুলোকে চিঠি দেয়া হয়েছে বলে প্রক্টর অফিস সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমরা ইতোমধ্যে ডাকসু নির্বাচন নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার জন্য চিঠি ইস্যু করেছি। আগামী ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় উপাচার্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ডাকসু নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করবেন।’
ছাত্র সংগঠনগুলোকে পাঠানো চিঠিতে বিষয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন প্রসঙ্গে আলোচনার কথা বলা হয়েছে।
আর চিঠির ভেতরে বলা হয়, ‘সার্বিক বিষয় বিবেচনায় শুধুমাত্র ক্রিয়াশীল ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় যোগদানের জন্য আমন্ত্রিত। সভায় উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করছি।’
এমএইচ/এনএফ/এমএস