ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সেমিনার

প্রকাশিত: ১১:০৮ এএম, ১১ আগস্ট ২০১৫

বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৫ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘Addressing the Problems of Vulnerable Populations in Emergency Situation’ শীর্ষক একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন। পপুলেশন সায়েন্সেস বিভাগ এবং ইউনাইটেড নেশনস্ পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ)-এর যৌথ উদ্যোগে এই সেমিনারটির আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশস্থ ইউএনএফপিএ-এর আবাসিক প্রতিনিধি মিজ আর্জেন্টিনা মাটাবেল পিছিন (Argentina Matavel Piccin)।

এছাড়া, অনুষ্ঠানে প্রধান অতিথি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৫ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এমএইচ/এসএইচএস/এমআরআই