ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক মুজিবুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৯ আগস্ট ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মজিবুর রহমান আহ্বায়ক হিসেবে ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর বাকি ২০ সদস্যও প্রতিবেদকের রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি।

বৃহষ্পতিবার বিকেলে নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা ও সদ্য বিদায়ী আহ্বায়ক অধ্যাপক ড. জুলফিকার আলী ফলাফল ঘোষণা করেন।

অধ্যাপক ড. এম মজিবুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম টিপু পেয়েছেন ১৭৯ ভোট এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. মো. হাবিবুর রহমান পান ১৬০ ভোট। এর আগে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের দক্ষিণ লাউঞ্জে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে মোট শিক্ষক ৬৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি আহ্বায়ক ও ২০ টি সদস্য পদে ভোটগ্রহণ করা হয়।

আরএ/জেআইএম

আরও পড়ুন