ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে দোয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জবি | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৮ আগস্ট ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আয়োজনে আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল আয়োজিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

ju

সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘জাতির জনকের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফেরাত কামনায় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করেছি। বাংলাদেশ সৃষ্টির পেছনে উনার অবদান অনেক বেশি ছিল।

ju

সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, ‘বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে তিনি সাহস জুগিয়েছিলেন। আমরা শেখ ফজিলাতুন্নেছার আত্মার শান্তি কামনা করে দোয়ার আয়োজন করেছি।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন