ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শেকৃবিতে ল্যাংগুয়েজ ক্লাবের দিনব্যাপী কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০২:২৩ এএম, ২৮ জুলাই ২০১৮

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাংস্কৃতিক সংগঠন শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাব কর্তৃক ‘অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল অনুষদ ভবনের সেমিনার গ্যালারিতে সকাল ১০টা থেকে এ কর্মশালা আয়োজিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন ল্যাংগুয়েজ ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম। অর্গানাইজেশন (গঠন ও কিভাবে কাজ করে), প্রোগ্রাম এক্সেকিউশন (উপস্থাপনা, বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা), পাবলিকেশনস, প্রেজেন্টেশন, ক্যারিয়ার প্ল্যানিং- এই পাঁচটি ইভেন্টের ওপর দক্ষ প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন।

কর্মশালায় প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সকালে ও বিকেলে নাস্তা এবং দুপরে খাবারও সরবরাহ করা হয়।

এমআরএম

আরও পড়ুন