ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে ছেলেকে ভিক্ষা চাইলেন রাশেদের মা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২২ জুলাই ২০১৮

কোটা সংস্কার আন্দোলনের নেতা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের মুক্তি দাবি করেছেন তার মা সালেহা বেগম। এ সময় তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে ছেলেকে ভিক্ষা চেয়েছেন।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি।

সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, আটকের মুক্তি, ছাত্র-শিক্ষকদের ওপর নিপীড়ন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের বিপুল পরিমাণ শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ সমাবেশে রাশেদের মা বলেন, আমার বাবা সাধারণ ছাত্র। সে কোনো রাজনীতি করে নাই। সে একটা চাকরির জন্য আন্দোলনে গিয়েছিল।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সে আপনার পক্ষের লোক। সে অনেক কষ্টে আছে। আমি আপনার কাছে আমার বাবাকে ভিক্ষা চাচ্ছি। আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারব না। আমি আমার বাবার মুক্তি চাই।

এমএইচ/জেএইচ/জেআইএম

আরও পড়ুন