ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী ট্রাস্ট ফান্ড গঠিত

প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৫ আগস্ট ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর নামে বিশ্ববিদ্যালয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠনের করা হয়েছে। বুধবার অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর ছেলে মিতুল আনোয়ার চৌধুরী ট্রাস্ট ফান্ড গঠনে ছয় লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, মিসেস আনোয়ার উল্লাহ চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুর রশীদ, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের বিএসএস (সম্মান) এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতা ও তার পরিবারবর্গকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই স্বর্ণপদক প্রবর্তনের ফলে নৃবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় আরো উৎসাহিত ও মনোযোগী হবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য এবং বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এমএইচ/বিএ