ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | জাবি | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৪ জুলাই ২০১৮

কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থাকা-খাওয়া নিয়ে সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট’ এবং ‘প্রগতিশীল ছাত্রজোট’ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ ভবন, অমর একুশ, মুরাদ চত্বর হয়ে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় পরিবহন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাস্কৃতিক জোটের সহ-সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রীর বেতনও জনগণের করের টাকা থেকে দেয়া হয়। এ দেশের সন্তানদের নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা নিন্দনীয়। কেননা শিক্ষা কোনো সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার।

হাফিজুর রহমান/এএম/আরআইপি

আরও পড়ুন