আবারও ভাসানী বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর করলো দুর্বৃত্তরা
টাঙ্গাইলে আবারও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মিনিবাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের কাগমারী ব্রিজের পাশে ময়দার মিলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. লুৎফুন্নেছা বারি, সহকারী অধ্যাপক নারগিছ আক্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল নান্নু ও গাড়িচালক সজিবুল ইসলাম গাড়িতে ছিলেন।
ভাঙচুরের শিকার গাড়ির চালক সজিবুল ইসলাম বলেন, শহরের বেবিস্ট্যান্ড পার হয়ে ৩টি অটো গাড়ি দেখে গাড়ি ধীরগতিতে চালাতে থাকি। এ সময় একটি ছেলে লাঠি হাতে এসে আমাকে গাড়ি থামাতে বলে। আমি বলি কেন। এরপরই ৬-৭ জন মিলে এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করতে থাকে। পরে গাড়ির দরজা খুলে আমরা সবাই বের হয়ে যাই।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলাম বলেন, আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। গাড়ি থানায় আছে। মামলার প্রস্তুতি চলছে।
এর আগে গত ৪ জুলাই বুধবার বিকেলে শহরের সরকারি এম. এম আলী কলেজের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় গাড়ি ভাঙচুরকারীরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আলাউদ্দিনকে হুমকি দেয়।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস