ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শেকৃবিতে কোটা সংস্কারপন্থীদের পতাকা মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শেকৃবি | প্রকাশিত: ০৩:২১ পিএম, ০২ জুলাই ২০১৮

দেশে চলমান কোটা সংস্কারপন্থী আন্দোলনকারীদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পতাকা মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় এ পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে একাডেমিক ভবন ও শেখ কামাল অনুষদ ভবনের সামনে দিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় এ পতাকা মিছিল। এ সময় হামলা, মামলা ও গ্রেফতারের বিরুদ্ধে এবং কোটা সংস্কারের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন তারা।

jagonews24

বক্তারা বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনে হামলা ও দমন-পীড়ন ঘৃণ্য কাজ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।‘

মো. রাকিব খান/এসআর/আরআইপি

আরও পড়ুন