ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে শাবি ছাত্রলীগের বাধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবি | প্রকাশিত: ০২:৫১ পিএম, ০১ জুলাই ২০১৮

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত মানববন্ধনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ বিরুদ্ধে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের শাবির আহ্বায়ক মো. নাসির উদ্দিনকেও শাহপরান হলে আটকে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা ।

জানা যায়, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে শাবিতে রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের বাধার কারণে তা অনুষ্ঠিত হয়নি।

কোটা সংস্কার আন্দোলনের শাবির যুগ্ম আহ্বায়ক এন এইচ খন্দকার নোমান বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন থেকে আহ্বায়ক মো. নাসির উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং আমাদেরকে হুমকি দেয়ার কারণে আমরা মানববন্ধন করতে পারিনি। আমরা কোটা বাতিল নয় যৌক্তিক সংষ্কার চেয়েছিলাম। আশা করি প্রধানমন্ত্রী খুব দ্রুত ছাত্র সমাজের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করবেন।

শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের মানববন্ধনে আমাদের পক্ষ থেকে বাধা দেয়া হয়নি। তাদের কর্মসূচি না করার জন্য অনুরোধ করছিলাম, তারা আমাদের কথা রেখে চলে গেছে।

প্রসঙ্গত, কোটা বাতিলের প্রজ্ঞাপন দ্রুত প্রকাশের জন্য শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের পূর্বে ছাত্রলীগ হামলা করে। এ ঘটনায় যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূরুসহ প্রায় ১০ জন কোটা সংস্কার আন্দোলনকারী আহত হন।

আব্দুল্লাহ আল মনসুর/আরএ/পিআর

আরও পড়ুন