ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রকাশিত: ১১:২৫ এএম, ০৩ আগস্ট ২০১৫

‘সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে’ স্লোগানকে সামনে রেখে মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যেগে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে সোমবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ পালিত হয়েছে।

মৎস্য সপ্তাহ ২০১৫ পালন উপলক্ষে সোমবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এরপর প্রশাসনিক ভবনের সম্মুখে এক আলোচনা অনুষ্ঠিত হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদ-এর ডিন মো. রেজওয়ানুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. মিজানুর রহমান বলেন, মাছ যেমন সুস্বাদু তেমনি আমাদের আমিষের চাহিদা মেটায়।  প্রাণিজ আমিষের মধ্যে মাছ সর্বোত্তম। তিনি দেশীয় মাছ রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্ববান জানান।

এমদাদুল হক মিলন/এসএইচএস/পিআর