ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বাকৃবি ছাত্রলীগের গণপদত্যাগ

প্রকাশিত: ১০:২৭ এএম, ০৩ আগস্ট ২০১৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপরাজনীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গণপদত্যাগ করেছেন ৬৭ নেতা। একই সঙ্গে নতুন কমিটির দাবি করেছেন ওই নেতারা। সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা গণপদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, বাকৃবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাদের অনুগত ক্যাডারদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে। মামলার আসামি হিসেবে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক, ২ জন সহ-সভাপতিসহ মোট ৭ জন জেলহাজতে রয়েছে। বাকিরা পালাতক রয়েছেন। বর্তমান ছাত্রলীগ কমিটিকে মেয়াদোত্তীর্ণ উল্লেখ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে নতুন কমিটি দেয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এসএস/পিআর