ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবি সিনেট অবরোধ করে রেখেছেন শিক্ষকরা

প্রকাশিত: ১২:০৯ পিএম, ৩১ জুলাই ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)`র শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৭ থেকে কমিয়ে ৬৫ বছরে ফিরিয়ে আনতে ডাকা সিনেট অধিবেশন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক পূর্ব-ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুর আড়াইটা থেকে অবরোধ শুরু করেন তারা।

গত বছর সিনেটের এক বিশেষ অধিবেশনে জাবি শিক্ষকদের অবসরের বয়সীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করা হয়। কিন্তু বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় সরকারের চূড়ান্ত অনুমোদন মেলেনি। শুক্রবারের সিনেটে শিক্ষকদের অবসরের বয়সসীমা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রস্তাব রাখা হয়। কিন্তু শিক্ষক সমিতি সেটি প্রতিহতের ঘোষণা দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা য়ায়, শিক্ষকদের অবরোধের কারণে সিনেট অধিবেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কেউ-ই সিনেট ভবনে প্রবেশ করতে পারেননি।

ভবনে প্রবেশ করতে আসা জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মুহউদ্দিন সুমন জানান, আমি পৌনে তিনটায় আসি। কিন্তু অবরোধের কারণে এখন উপাচার্যের বাসভবনের দিকে যাচ্ছি।

ju

এদিকে বেলা সাড়ে তিনটার কিছু পরে দুজন সিনেট সদস্যও ভবনে প্রবেশ করতে আসলে শিক্ষকদের বাধার মুখে তারাও ফিরে যান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের কাউন্সিল কক্ষে সিনেটরদের অবস্থান করতে দেখা যায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্টার ভবনে তার কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠক করছেন।

তবে শিক্ষক সমিতির সঙ্গে প্রশাসন সমঝোতার দিকে যাচ্ছে বলেও জানা গেছে। এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘আমরা বাস্তবতা বুঝি। আমরা চেয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে।`

হাফিজুর রহমান/আরএস/পিআর