বিটেকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিটেক ডিবেটিং সোসাইটির আয়োজনে রোববার দুপুরে ক্যাম্পাস অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল ‘ট্রাফিক আইন অমান্য করাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ’। এতে মোট দুইটি দল অংশগ্রহণ করে। জয়লাভ করে পক্ষের দল।
বিতর্কে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিটেকের লেকচারার আল মামুন, জুলফিকার ইসলাম এবং এএসএম জুনায়েদ হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহযোগিতা করে আসছে ক্লাবটি। শুধুমাত্র প্রকৌশল শিক্ষাই নয়, পাশাপাশি বিতর্কের মত বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের চর্চা শিক্ষার্থীদের একজন পরিপূর্ণ মানুষ ও আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত শিক্ষকরা। এতে আরও উপস্থিত ছিলেন- অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা।
আবীর বসাক/আরএ/জেআইএম