ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবিতে ৪০ দিনের ছুটি শুরু রোববার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাবি | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৬ মে ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ২০ মে রোববার থেকে গ্রীষ্মকালীন, রমজান, পবিত্র জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ ৪০ দিনের ছুটি শুরু হচ্ছে। রোববার থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ২৮ জুন পর্যন্ত।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ মে রোববার থেকে ছুটি শুরু হবে। ২৮ জুন ছুটি শেষে পরবর্তী শুক্রবার ও শনিবার থাকায় আগামী ১ আগস্ট রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান জানান, ২০মে থেকে ছুটি চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। কিন্তু শুক্র ও শনিবার (২৯ ও ৩০ জুন) বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শুরু হবে আগামী পহেলা জুলাই থেকে। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ ছাড়া গ্রীষ্মকালীন ছুটির সময় কোনো বিভাগ প্রয়োজন মনে করলে যেকোনো পর্বের পরীক্ষা নিতে পারবে।

হাফিজুর রহমান/আরএ/জেআইএম

আরও পড়ুন