ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৬ মে ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৬ষ্ঠ বার্ষিক অ্যাথলেটিক্স ও ৪র্থ আন্তঃবিভাগ ক্রিকেটের পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ও ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিক্স ও সাঁতার) অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন অধ্যাপক ড. মো. আলী নূর।

অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও এগিয়ে যাচ্ছে। অদূর ভবিষৎ সাফল্যমণ্ডিত হবে এই ক্রীড়ার মাধ্যমে।

২০১৮ তে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন, কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রানারস আপ আইআর বিভাগ। এরপর অ্যাথলেটিক্স, সাঁতার এবং ক্রিকেটে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এর ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিক্স ও সাঁতার) ও ক্রীড়া উপ-কমিটি (ক্রিকেট)।

মাহমুদুল হাসান তুহিন/এমআরএম/এমএস

আরও পড়ুন