জাবির সিনেট অধিবেশন অবরোধের ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শুক্রবার দুপুর ২ টা থেকে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাফরুহী সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিগত কয়েক বছরের আন্দোলনের প্রেক্ষিতে গত বছর সংশোধিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসর গ্রহনের বয়সসীমা তড়িঘড়ি করে একতরফাভাবে সমিতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে প্রশাসন পূর্ববস্থায় ফিরিয়ে নিতে ৩১ জুলাই শুক্রবার সিনেট অধিবেশ আহ্বান করেছে।
এমতাবস্থায় সমিতির গঠনতন্ত্রের ৬/গ/৩ নম্বর ধারা অনুযায়ী ইতোপূর্বে সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত সমুন্নত রাখার স্বার্থে সমিতির নির্বাহী পরিষদের জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বেলা ২ টা থেকে সিনেট অধিবেশন অবরোধ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষরা চার দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। এতে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়স ৬৫ থেকে ৬৭ করার দাবি করেন।
হাফিজুর রহমান/এসএইচএস/এমআরআই
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ৩ দিনব্যাপী ‘সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ’ শুরু শুক্রবার
- ২ রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে ছয় শিক্ষার্থী
- ৩ জাবির ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন
- ৪ ঢাবিতে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদযাপন
- ৫ ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কেমন হবে নির্ধারণে বিশেষ কমিটি