ক্লাসে উপস্থিতির নম্বর ৫, শিক্ষক দিলেন ৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এই বিভাগের ‘অর্থনৈতিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠান’ কোর্সে ক্লাস উপস্থিতির জন্য নির্ধারিত নম্বরের চেয়েও এক শিক্ষার্থীকে বেশি নম্বর দেয়া হয়েছে। তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের এই কোর্সে ৫ নম্বরের মধ্যে শিক্ষক দিয়েছেন ৭ নম্বর। এ ছাড়া ২১ জনকে কোনো নম্বরই দেয়া হয়নি। এ নিয়ে বিভাগটির শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এটিকে ‘প্রিন্টিং মিসটেক’ বলে দাবি করেছেন কোর্সের শিক্ষক।
এই কোর্সের শিক্ষক প্রভাষক আমিনা খাতুন রিংকি। বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীর নাম মো. মনির হোসেন।
শূন্য নম্বর পাওয়া শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভাগটির কয়েকজন শিক্ষক এভাবে খামখেয়ালি করে আসছেন। আছে অঞ্চল বৈষম্যও। প্রভাষক আমিনা খাতুন রিংকি ক্লাস উপস্থিতি গণনা না করে অনুমান নির্ভর হয়ে নম্বর দিয়েছেন। তারা ক্লাসে উপস্থিত থেকেও উপস্থিতির নম্বর পাননি।
এ বিষয়ে তারা বিভাগের চেয়ারপারসন বরাবর একটি লিখিত অভিযোগ দেবেন।
এ বিষয়ে জানতে চাইলে কোর্স শিক্ষক আমিনা খাতুন রিংকি বলেন, ‘এটা প্রিন্টিং মিসটেক। ওই ছেলে এক নম্বর পাওয়ার কথা। এটা সংশোধন করা হবে। এ ছাড়া ক্লাসে উপস্থিত না থাকায় অন্যদের শূন্য দেয়া হয়েছে।’
বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান বলছিলেন, ‘শিক্ষার্থীদের দেখানোর জন্য এই ফলাটা দেয়া হয়। এখানে সংশোধনের সুযোগ আছে। তাদের অভিযোগ আমলে নিয়ে সংশোধন করা হবে।’
এমএইচ/জেডএ/পিআর