ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

গুডলাক ব্র্যান্ডরিল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১০:৫৪ পিএম, ১৪ মে ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা ক্লাব ‘ভয়েস অব বিজনেজ’ কর্তৃক আয়োজিত ‘গুডলাক প্রেজেন্টস ব্র্যান্ডরিল ২০১৮’ পাওয়ারড বাই ক্লিক প্রতিযোগিতা শেষ হয়েছে।

সোমবার বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। এ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ছিল অনলাইন আইডিয়া প্রদান। এতে দুই শতাধিক টিম অংশ নেয়। সেখান থেকে ৫০টি টিম দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হয়।

বিজ্ঞাপন পরিবেশন পর্বের জন্য প্রস্তুতি নিতে দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত ৫০টি টিমের জন্য ওয়ার্কশপের আয়োজন করা হয়। এখান থেকে বাছাইকৃত শীর্ষ ১০টি টিম ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম গোল ডিগারস। পুরস্কার হিসেবে জিতে নেয় এক লাখ টাকার নগদ পুরস্কার, ক্রেস্ট এবং সার্টিফিকেট।

দ্বিতীয় স্থান অধিকারী ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে টিম নিওফাইটস এবং তৃতীয় স্থান অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের টিম পায়রো জিতে নেয় যথাক্রমে ৬০ হাজার এবং ৪০ হাজার টাকার নগদ পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদুল ইসলাম, গ্রামীণফোনের ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড ক্রিয়েটিভ লিড ম্যানেজার মো. ইফতেখার আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন।

এমএইচ/বিএ