ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

প্রজ্ঞাপন দাবিতে শাবিতে ছাত্র ধর্মঘট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবিপ্রবি | প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৪ মে ২০১৮

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সকাল ৮টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকা ছাত্রধর্মঘটের সঙ্গে একাত্মতা পোষণ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে একটি সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। কিন্তু প্রধানমন্ত্রী কোটা বাতিলের নির্দেশ দেয়ার এক মাসেরও বেশি সময় অতিক্রম হওয়ার পরও এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় আমরা আশাহত হয়েছি। আমাদের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, কোনো সরকার বিরোধী আন্দোলন নয়। আজ যদি প্রজ্ঞাপন জারি হয়, আজই আমরা পড়ার টেবিলে ফিরে যাব।’

এদিকে বিভিন্ন বিভাগে চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকায় বিভিন্ন বিভাগে ক্লাস, পরীক্ষা অব্যাহত রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলও স্বাভাবিক রয়েছে।

আব্দুল্লাহ আল মনসুর/এফএ/জেআইএম

আরও পড়ুন