ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

এ পি জে আবদুল কালামের মৃত্যুতে রাবি উপ-উপাচার্যের শোক

প্রকাশিত: ০৯:১০ এএম, ৩০ জুলাই ২০১৫

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বৃহস্পতিবার রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশন অফিসে শোক বইতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শোক বাণী লেখেন।

শোক বাণীতে তিনি মরহুম এ পি জে আবদুল কালামকে একজন মহান শিক্ষক, কৃতি বিজ্ঞানী ও জনগণের রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন। তার মৃত্যুতে ভারত তথা উপমহাদেশ সমসাময়িক কালের অন্যতম এক কৃতি সন্তানকে ও মানবতাবাদী রাষ্ট্রনায়ককে হারালো বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া ওই শোকবাণীতে তিনি মন্তব্য করে বলেন, তার মৃত্যু এই উপমহাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবার ও শুভার্থীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উপ-উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ এন্তাজুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, পরিবহন প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান ও উপ-উপাচার্যের সচিব মো. মোজাফফর হোসেন শোক বইতে স্বাক্ষর করেন।

এসএস/পিআর