ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবি কর্মচারীর বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ

প্রকাশিত: ০১:১২ পিএম, ২৯ জুলাই ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মালী মো. মঞ্জুর হোসেনের (৪২) বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের বুয়া মোছা. সনেকা খাতুনের মেয়ে নওরিনকে মঞ্জুর অপহরণ করেছেন বলে জানান মেয়ের পরিবার।

মো. মঞ্জুর হোসেনের বাসা নগরীর কাজলা এলাকার মতিহার থানার পাশে পেট্রলপাম্পের পেছনে। তার বাবার নাম আশরাফ। মঞ্জুর বিবাহিত ও তার দুইটি সন্তান আছে। দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে।

নওরিন নগরীর মতিহার থানার অন্তর্ভুক্ত শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. বাবর আলী। নওরিনের মা জাগো নিউজকে বলেন, আমার মেয়ে রাজশাহীর শাহ মখদুম কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছয়-সাত মাস ধরে মঞ্জুর আমার মেয়েকে কলেজে যাওয়ার পথে বিরক্ত করে। ফলে মঞ্জুরের ভয়ে প্রায়ই আমার মেয়ে কলেজে যেতে পারতো না। একপর্যায়ে মঞ্জুরের মা নওরিনকে ছেলের বউ করতে মেয়ের বাসায় প্রস্তাব জানান। কিন্তু মেয়ের পরিবার তাতে অসম্মতি জানায়। গতকাল নওরিনের কলেজের উদ্দেশ্যে বের হলে আর বাসায় ফেরেনি বলে জানান অপহৃতের মা।

ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে মঞ্জুর নওরিনের বাবাকে ফোন দিয়ে বলেন, আপনার মেয়েকে আমি শাহ মখদুম কলেজ থেকে উঠিয়ে নিয়ে গেছি।

এ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম জাহিদ হোসেন জাগো নিউজকে জানান, প্রক্টরের সঙ্গে কথা বলে মঞ্জুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, মঞ্জুরের কাজের প্রতি অসচেতনতার কারণে এর আগের কাজ থেকে অব্যাহতি দেওয়ার কথা ভাবা হয়েছিলো।

এই ঘটনায় নগরীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জাগো নিউজকে বলেন, এখনো আমাদের কাছে কোনো অভিযোগপত্র আসেনি। তবে অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাশেদ রিন্টু/এমজেড/আরআইপি