পেপারলেস বিশ্ববিদ্যালয় হচ্ছে বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরসহ সার্বিক কার্যক্রমকে কাগজবিহীন (পেপারলেস) ডিজিটালাইজড করা হচ্ছে। সরকারের সার্বিক সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়টি হবে দেশের প্রথম পেপারলেস বিশ্ববিদ্যালয়।
শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে শিক্ষার্থীদের ‘উদ্বুদ্ধকরণ ক্লাস’ শীর্ষক পৃথক দুটি ক্লাসে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
উপাচার্য বলেন, ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয়কে ই-টেন্ডারের আওতায় আনা হয়েছে। শিগগিরই পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরটিকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজড করা হবে। সৃষ্টিশীল শিক্ষা গ্রহণ পদ্ধতির ব্যবহার বাড়াতে এবং দেশ ও আগামীর ভবিষৎ কর্ণধার হয়ে গড়ে উঠতে উদ্বুদ্ধকরণ ক্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
ক্লাস দুইটিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারওয়ার আহমদ। এতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন, সমাজবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সজীব হোসাইন/এএম/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ৩ দিনব্যাপী ‘সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ’ শুরু শুক্রবার
- ২ রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে ছয় শিক্ষার্থী
- ৩ জাবির ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন
- ৪ ঢাবিতে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদযাপন
- ৫ ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কেমন হবে নির্ধারণে বিশেষ কমিটি