ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

কর্মকর্তাকে মারধর : ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী জবি থেকেও বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সেকশন অফিসার মোস্তাফিজুর রহমান মিলনকে মারধর করায় শিক্ষার্থী রাজীব বিশ্বাসকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন কর্মকর্তাকে মারধর করে আহত করায় ইতোপূর্বে সাময়িকভাবে বহিষ্কৃত সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজীব বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন ২০০৫-এর ১১(১০) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পক্ষের সক্রিয় কর্মী রাজীব বিশ্বাস কথা কাটাকাটির জের ধরেই সেকশন অফিসার মিলনকে মেরেছিলেন। ইতোপূর্বে রাজিব বিশ্বাস ছাত্রলীগ থেকেও বহিষ্কৃত হন। তবে বহিষ্কৃত কর্মী হলেও তিনি ছাত্রলীগে সক্রিয়ই ছিলেন ।

জেডএ/এমএস

আরও পড়ুন