ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

কোটা বাতিলে বেরোবি ছাত্রলীগের আনন্দ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৬:০৫ এএম, ১২ এপ্রিল ২০১৮

সরকারি চাকরির কোটা বাতিল করার ঘোষণা দিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল করেছেন ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নেতাকর্মীরা।

বুধবার রাত ১০টায় বেরোবির বঙ্গবন্ধু হল থেকে এই মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন।

ছাত্রলীগের আনন্দ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বেরোবি শাখার সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আমাদের আস্থা ছিল। তিনি আমাদের বিশ্বাসের বাস্তবায়ন করেছেন।

সমাবেশে ছাত্রলীগ বেরোবি শাখার সভাপতি তুষার কিবরিয়া বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কোটা সংস্কারের আন্দোলন নিয়ে কোনো ধরনের মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রে কান দেয়া যাবে না।

বিএ

আরও পড়ুন