কোটা সংস্কার আন্দোলনে ঢাবি শিক্ষক সমিতি সমর্থন
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক দাবির প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। শিক্ষক সমিতি মনে করে, এই কোটা সংস্কার এখন যুগের চাহিদা। সে অনুযায়ী কোটা সংস্কার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সুস্পষ্ট সিদ্ধান্ত দ্রুততম সময়ে ঘোষণা করার জন্য আমরা আহ্বান জানাই।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন কোনোরূপ পুলিশি ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা আহ্বান জানাই।
শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ঢাবি শিক্ষক সমিতি।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল বলেন, ‘শিক্ষার্থীদের কোটা সংস্কারে দাবি নৈতিক। এ দাবির প্রতি সমর্থন আছে। আলোচনার মাধ্যমে যেন এর সমাধান হয়, সেটাই আশা করি।’
এমএইচ/এমবিআর/আরআইপি