বাকৃবির মুক্তমঞ্চে বিক্ষোভ, উত্তাল ক্যাম্পাস
কোটা সংস্কার ও সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে মুক্তমঞ্চের সামনে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে আমতলায় জমা হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। এ স্থানে বসে তারা প্লেকার্ড-ফেস্টুন তৈরি করতে থাকে। ১০টা বাজলেই হাজার হাজার শিক্ষার্থী এসে চত্বরে জমা হয়। এরপর ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের করিডোর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থী মুক্তমঞ্চের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে।
মো. শাহীন সরদার/আরএ/জেআইএম