ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

নির্ধারিত সময়ের আগেই টিএসসিতে আন্দোলনকারীরা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৫২ এএম, ১১ এপ্রিল ২০১৮

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) জড়ো হচ্ছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টা থেকে ফের আন্দোলন শুরুর কথা থাকলেও প্রায় এক ঘণ্টা আগে মিছিল নিয়ে টিএসসির সামনে তারা জমায়েত হন।

সরজমিনে দেখা যায়, ভিসির বাসভবনের সামনে থেকে ইঞ্জিনচালিত গাড়ি আটকে অন্যদিকে ফিরিয়ে দেয়া হচ্ছে। এ সময় অান্দোলনকারী শিক্ষার্থীরা ‘কোটা, সংস্কার, কোটা, সংস্কার’ স্লোগান তুলছেন।

du

গতকাল (মঙ্গলবার) দিনগত রাত ৮টায় আন্দোলন স্থগিত করে পরদিন অর্থাৎ আজ (বুধবার) সকাল ১১টায় পুনরায় কর্মসূচি শুরুর ঘোষণা দেয়া হয়। তবে মধ্যরাতে হঠাৎ উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

du

কবি সুফিয়া কামাল ছাত্রী হলে শিক্ষার্থীদের মারধর করে রক্তাক্ত করার অভিযোগও ওঠে। এ অভিযোগে হল ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান ইশাকে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

এমইউ/আরএস/জেআইএম

আরও পড়ুন