চবিতে ক্লাস বর্জন, ট্রেন অবরোধ
কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এই কোটা সংস্কার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তারা তাদের এ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান।
এদিকে ক্লাস বর্জনের পাশাপাশি নগরীর ষোলশহর এলাকায় জড়ো হয়ে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন।
তিনি বলেন, আন্দোলনরত প্রায় শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে শাটল ট্রেন অবরোধ করে রেখেছেন। সকালের সব ট্রেন ছেড়ে গেলেও অবরোধের কারণে সকাল ১০টা ৪০ মিনিটের বিশ্ববিদ্যালয়গামী ট্রেনটি ষোলশহর স্টেশনে অবস্থান করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এনামুল হক জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বিপুল সংখ্যক মহিলা পুলিশ দেখতে পাই। এছাড়া ট্রেনে শিক্ষার্থীর সংখ্যা একেবারে নেই বললেই চলে।
অপরদিকে সকালে বিশ্ববিদ্যালয় অভিমুখে চারটি ট্রেন ছেড়ে গেলেও তাতে শিক্ষার্থীদের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম ছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সূত্রে জানা যায়, শিক্ষার্থী শূন্য শ্রেনীকক্ষও। কেউ কেউ ক্লাস করতে এলেও, সহপাঠীদের অনুরোধে তারাও ক্লাস বর্জন করছেন। তবে ক্লাস বর্জন হলেও বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে। কিন্তু বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীরা আজকের পূর্ব নির্ধারিত পরীক্ষাও বর্জন করছেন।
আবদুল্লাহ রাকীব/এফএ/জেআইএম