জবিতে ক্রিকেট খেলা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলববার) বেলা ১২টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলার মাঠেই জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। পরে সভাপতি তরিকুল ও সাধারণ সম্পাদক রাসেল তাদের নিয়ে ক্যাম্পাসে বসে বিষয়টি মিমাংসা করে দেন।
কিন্তু সভাপতি গ্রুপের কর্মীরা সাধারণ সম্পাদক গ্রুপের এক কর্মীকে একা পেয়ে তার ওপর হামলা করে। এতে করে সংঘর্ষ আবারও ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এবং সভাপতি-সাধারণ সম্পাদক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শেখ জয়নুল আবেদীন রাসেল জাগো নিউজকে বলেন, খেলাকে কেন্দ্র করে মূলত ১৩তম ব্যচের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আমরা এর সমাধানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করি।
মাহমুদুল হাসান তুহিন/এমবিআর/এমএস