ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চার শিক্ষার্থীর মৃত্যু, কুয়েটে তিন দিনের শোক

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ৩০ মার্চ ২০১৮

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।

২৫ মার্চ রাতে ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এ শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় নিহতরা হলেন, কুয়েটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী মো. শাহীন মিয়া, মো. তৌহিদুল ইসলাম, মো. হাফিজুর রহমান ও দিপ্ত সরকার।

গত ১০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত স্কয়ার গ্রুপের একটি টেক্সটাইল মিলে এক মাসের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের (ইন্টার্নি) জন্য ময়মনসিংহের ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি ৬ তলা ভবনের ৩য় তলায় অবস্থান করছিল তারা।

চার মেধাবী শিক্ষার্থীর অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বিবৃতিতে কুয়েট ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আলমগীর হান্নান/এমএএস/পিআর

আরও পড়ুন