ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে ৩টি নতুন বাসের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২০ মার্চ ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে নতুন কেনা তিনটি বাসের উদ্বোধনী অনুষ্ঠান আরএফএল এর সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় ফিতা কেটে বাসের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান। এসময় তিনি পরিবহন প্রশাসকের কাছে চাবি হস্তান্তর করেন।

আরএফএল এর সৌজন্যে তাদের নতুন প্রোডাক্ট ব্যবহার করে বাস তিনটির সিটগুলো প্রস্তুত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা নেই। এখানে পরিবহনই ভরসা। আজকে তিনটি বাস ছাত্রদের জন্য উদ্বোধন করা হল, আরও তিনটি বাস কেনার প্রক্রিয়া চলছে। উপহার হিসেবে কয়েকটি বাসা পাওয়ার কথা রয়েছে।’

এছাড়া এবছরের মধ্যেই শিক্ষকদের পরিবহন সমস্যা সম্পূর্ণ কেটে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে প্রাণ আরএফএল গ্রুপের চিফ মার্কেটিং অফিসারের উপস্থতিতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে প্রাণ আরএফএল গ্রুপের কাছে দুইটি বাস দেয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা করতালি দিয়ে তাকে সমর্থন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস ক্রয় কমিটির প্রধান সমন্বয়ক ড. জাকারিয়া মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুল বাকীসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে আরএফএল এর সৌজন্যে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মাহমুদুল হাসান তুহিন/এমবিআর/আরআইপি

আরও পড়ুন