ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ময়মনসিংহে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:২০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কর্তৃক দেশব্যাপী আয়োজিত অষ্টম ফিজিক্স অলিম্পিয়াড ২০১৮ এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কে.বি কলেজ) ময়মনসিংহ বিভাগের ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় অলিম্পিয়াডেরউদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

bau

এছাড়াও অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রথম অলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সকাল সাড়ে ৯টায় অলিম্পিয়াডে অংশগ্রহণকাারী শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি বের করা হয়।

অলিম্পিয়াড উপলক্ষে অনুষ্ঠিত পরীক্ষায় বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মোট তিনটি ক্যাটাগরিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, ‘বি’ ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘সি’ ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। প্রত্যেক ক্যাটাগরি থেকে উত্তীর্ণ ২০ জন পরীক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

শাহীন সরদার/আরএআর/আইআই

আরও পড়ুন