ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শেকৃবিতে উচ্চতর শিক্ষায় ভর্তির আবেদন শুরু কাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:০১ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জানুয়ারি-জুন’ ২০১৮ সেমিস্টারে এম. এস, এমবিএ এগ্রিবিজনেস ও পি-এইচ.ডি. কোর্সে ভর্তির আবেদন আগামীকাল (২৬ ডিসেম্বর) শুরু হবে। শেকৃবি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

শেকৃবির কৃষি অনুষদ, এনিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন এবং এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে উল্লেখিত কোর্সসমূহে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এ জন্য আগামী ১৫ জানুয়ারির মধ্যে ভর্তি ফরম পূরণ করে সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে পৌঁছাতে হবে।

ভর্তিচ্ছুরা ডিন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এম. এস কোর্সে ভর্তির আবেদন ফরম পাঁচশত টাকা এবং পি-এইচ.ডি কোর্সের আবেদন ফরম এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.edu.bd) এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এমআরকে/এমএমজেড/পিআর