১৬ জুলাই থেকে জাবির হল বন্ধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার সময়সীমা ১৪ জুলাই থেকে বাড়িয়ে ১৬ জুলাই করা হয়েছে। সময় বাড়ানোর ফলে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ১০ দিনের জায়গায় বন্ধ থাকবে ৬ দিন।
সোমবার দুপুর দুইটার দিকে হল খালি করার সমসয়সীমা বাড়ানোর দাবিতে ১০জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা উপাচার্যের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবির মুখে উপাচার্য হল বন্ধের সময়সীমা কমানোর আশ্বাস দেন।
এসময় শিক্ষার্থীদের প্রতিনিধিদল বলেন, বিশ্ববিদ্যালয়ে কোন জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়নি, তারপরও কেন হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসন কেন শিক্ষার্থীদের সঙ্গে কোন আলোচনা করেনি তা জানতে চান। এরপর তারা হল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জানান, সিন্ডিকেটের মাধ্যমে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আরেকটি সিন্ডিকেট ছাড়া এ সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ নেই। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অনানুষ্ঠানিকভাবে হল বন্ধ চার দিন কমানো হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, ভিন্ন ধর্মাবলম্বীদের হলে থাকার অনুমতি দেওয়া হবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ থেকে ২৩ জুলাই এ ১০ দিন হল বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে উপাচার্যেও আশ্বাসের পর উপাচার্যের আশ্বাস অনুযায়ী হল বন্ধ থাকবে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত।
উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় প্রতিনিধি দলে ছিলেন, নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের শিক্ষার্থী রেহেল ফেরদৌস, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপাঞ্জন কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজির আমিন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী কুররাতুল রাফিয়া প্রমুখ।
হাফিজুর রহমান/এসআইএস/এআরএস/এমএস