এক সপ্তাহ আগেই বাকৃবিতে ঈদের ছুটি
এলাকাবাসীর সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের আশঙ্কায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক সপ্তাহ আগে ঈদুল ফিতরের ছুটি হচ্ছে। সোমবার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে বলে রোববার জানিয়েছেন রেজিস্ট্রার মো. আবদুল খালেক।
তবে প্রশাসিক কাজ চলবে ১৩ জুলাই পর্যন্ত। এছাড়া হল খোলা থাকবে কিনা এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. মিজানুর রহমান।
জানা যায়, আগামী ১৪ জুলাই থেকে ২৩ জুলাই ঈদের ছুটি থাকার কথা ছিল। কিন্তু রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এর জরুরি সভায় এক সপ্তাহ আগে ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়। সোমবার থেকে ২৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
সূত্র জানান, ছাত্রলীগের সঙ্গে এলাকাবাসীর একটি অনাকাঙ্খিত ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই বন্ধ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্থানীয় চেয়ারম্যানের গাড়ি ভাংচুর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পরদিন শুক্রবার ক্যাম্পাসে হামলার চেষ্টা করে। এ নিয়ে ছাত্রলীগ-এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
আরএ/আরআই