ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে রুম দখল নিয়ে মুখোমুখি অবস্থানে ছাত্রলীগের দুই গ্রুপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০২ জুলাই ২০১৫

রুম দখলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুখোমুখি অবস্থান নিয়েছে নবাব সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক গ্রুপ। এই নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র জানায়, হলের ৭৯ নম্বর রুমটি খালি থাকায় সেখানে সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হকের কয়েকজন অনুসারী ও হলের সাংগঠনিক সম্পাদক তাপসকে থাকতে দেওয়া হয়। কিন্তু হলের সভাপতি মেহেদী হাসান এই রুমটি নিজের দখলে নিতে চান। সে হিসেবে তিনি তার অনুসারী কয়েকজনকে ঐ রুমে পাঠান। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

প্রসঙ্গত, এর আগেও হলের ১৬ নম্বর রুমটি নিয়ে ঝামেলা হয়েছিল। ঐ রুমে হলের আরেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পিকুলকে উঠিয়ে দেন সাধারণ সম্পাদক দিদার। তখনও ঐ রুমের দখলে চেয়েছিলেন সভাপতি মেহেদী হাসান।

জানতে চাইলে সভাপতি মেহেদী হাসান বলেন, হলের ৭৯ নম্বর রুমে আমরা দুজনেই কর্মী দিতে চেয়েছিলাম। পরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আমরা দু`জনে বসে ঐ রুমে ছেলে পাঠানো স্থগিত করে দিয়েছি। ঐ রুমটি বর্তমানে ফাঁকা রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও কাউন্সিলের আগে আর কোন ঝামেলা করতে চান না বলে জানিয়েছেন তিনি।

এমএইচ