ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবি ছাত্রফ্রন্ট নেতার পদত্যাগ

প্রকাশিত: ১২:২১ পিএম, ০২ জুলাই ২০১৫

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক বিশ্বজিৎ ঘোষ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিশ্বজিৎ নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বজিৎ জানান, পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন- সংগঠনে ‘চেইন অব কমান্ড’ নেই। কেন্দ্রের এক বিশেষ নেতার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। যা ব্যক্তিগত স্বার্থ ও সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট হল একটি দেউলিয়া ছাত্র সংগঠন; যাতে ছাত্রদের কোনো অধিকার আদায় হয়না, হয় শুধু প্রশাসনের সুবিধা। এছাড়া তিনি বলেন, কেন্দ্রের এক বিশেষ নেতার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ যা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য।

এছাড়া সবসময় প্রশাসনের পক্ষে অবস্থান নেয়া, সংগঠনে ছাত্রবান্ধব কোন কর্মসূচি না থাকাসহ নানা অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেন।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। তবে লিখিত কোনো কিছু এখনো হাতে পাইনি। সংগঠনের নানা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা তিনি (বিশ্বজিৎ ঘোষ) আগে কখনো আমাদের বলেননি।

হাফিজুর রহমান/এসএইচএস/আরআইপি