ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয় ২য় রানারআপ

প্রকাশিত: ১০:০০ এএম, ০২ জুলাই ২০১৫

আন্তঃবিশ্ববিদ্যালয় সাতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে ২য় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। প্রতিযোগিতায় সাতার ও ওয়াটারপোলোতে ২৩টি পদকসহ ২টি ট্রফি অর্জন করেন ববির কৃর্তি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সল মাহমুদ রুমি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেন এবং সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন একই বিভাগের শিক্ষার্থী বলরাম কর্মকার।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের আবু সাঈদ, সমাজ বিজ্ঞানের নাজমুস সাকিব, বাংলার জহুরুল ও মনোজিত, বোটানি ও ক্রপ সায়েন্সর আবদুল্লাহ।

বরিশাল বিশ্ববিদ্যালয়’র হয়ে মোট সাত জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ববির ফিজিক্যাল ইন্সটেক্টর মো. নূর ইসলাম কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

এদিকে, ২৩তম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সাতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিয়ে এ অসামান্য কৃতিত্ব অর্জন করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. ইমামুল হক অধিনায়ক, সহ-অধিনায়ক, খেলোয়ারসহ  কোচ ও ম্যানেজারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সাইফ আমীন/এমজেড/আরআইপি