ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ইফতার পার্টিতে চাঁদা না দেয়ায় পরীক্ষা বন্ধের হুমকি

প্রকাশিত: ১১:৩৩ এএম, ০১ জুলাই ২০১৫

খুলনার খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে চলমান পাবলিক পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে চাঁদাবাজরা। বুধবার চাঁদা দাবির ঘটনা লিখিতভাবে পুলিশ কমিশনারকে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কলেজ সূত্রে জানা যায়, ইফতার মাহফিলের খরচের জন্য স্থানীয় প্রভাবশালী কয়েকজন সন্ত্রাসী গত সোমবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় মঙ্গলবার কারিগরি বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষা চলাকালে তারা ক্যাম্পাসে ঢুকে শিক্ষকদের গালিগালাজ পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

পরে মঙ্গলবার রাতে তারা কলেজ ক্যাম্পাসের একটি টিনের বেড়াও ভেঙে ফেলে। এর আগে গত ৬ জুন প্রভাবশালী এই পক্ষটির চাপে শিক্ষা প্রতিষ্ঠানটির জনবল নিয়োগ কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এসব ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর ফলে শিক্ষকরা পরীক্ষার হলগুলোতে দায়িত্ব পালনে আপত্তি জানিয়েছেন। কলেজ অধ্যক্ষ ইঞ্জি. আবুল কালাম আজাদ বুধবার পুলিশ কমিশনারের কাছে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আনোয়ার হোসেন জানান, পরীক্ষার জন্য আগে থেকেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনার পর পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আলমগীর হান্নান/এআরএ/এমআরআই