ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

এরশাদের বক্তব্যে জাবি উপাচার্যের নিন্দা

প্রকাশিত: ০৯:৫১ এএম, ৩০ জুন ২০১৫

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দায়িত্বশীল পদে অধিষ্ঠিত নারীদেরকে ‘শোপিস’ হিসেবে অভিহিত করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে উপাচার্য বলেন, সাবেক রাষ্ট্রপতি এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা একজন ব্যক্তির পক্ষে সম্মানিত নারীদের সম্পর্কে এ ধরনের মন্তব্য তার অসাংসদীয় আচরণকেই প্রকাশ করেছে।

তার এ মন্তব্য নারী সমাজকে তথা পদাসীন নারী সমাজকে অসম্মানিত করেছে। এরশাদকে তার এ অশোভন বক্তব্যের জন্য দেশের নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান উপাচার্য।

বিএ/এমআরআই