ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

কুয়েট ছাত্রের উন্নত চিকিৎসায় চেক হস্তান্তর

প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৯ জুন ২০১৫

জটিল কিডনী রোগে ভারতে চিকিৎসাধীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২ ব্যাচের ছাত্র তানভীর আহমেদের উন্নত চিকিৎসার জন্য দুই লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। কুয়েটের জরুরী চিকিৎসা তহবিল ও মতিউর রহমান স্মৃতি ফান্ড থেকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকার এ চেক হস্তান্তর করা হয়।

সোমবার দুপুর ১টায় কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর তাঁর কার্যালয়ে চিকিৎসাধীন ছাত্রের পক্ষে তার সহপাঠিদের হাতে এ চেক তুলে দেন।

এ সময় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট`র পরিচালক প্রফেসর ড. মো. আবুল বাশার, মতিউর রহমান স্মৃতি ফান্ড এর সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ড. এম এ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. এমএ মতিন ও সহকারী প্রভোস্ট মো. শামসুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/এআরএ/পিআর