জাবিতে বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার সকাল সাড়ে ১০ টায় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে আামদের শিক্ষকদেরকে অসম্মান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত হয়েছেন। যেখানে সচিবদের বেতন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগে রাখা হয়েছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, বাংলাদেশের সবাই বলে শিক্ষকতা সম্মানজনক ও মহান পেশা। আমাদের আমলারা শিক্ষকদের মর্যদা রাখলেন কোথায়? তারা শিক্ষকদের পদমর্যদার নিচে নামিয়ে দিয়েছেন।
মানববন্ধনে অধ্যাপক ড.কামরুল আহসান, অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন, অধ্যাপক ড. রাশেদা আখতার, সহযোগী অধ্যাপক মাসুম শাহরিয়ার ও প্রভাষক আফাজ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান/এসকেডি/এআরএস/আরআই