ঢামেকে ছাত্রলীগের সংঘর্ষ, হল বন্ধ ঘোষণা
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফজলে রাব্বি হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় হল বন্ধ ঘোষণা করে সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে ঢামেক কর্তৃপক্ষ।
আহতদের মধ্যে রয়েছেন- আল-আমিন (২২), ইফতেখার (২০), সবুজ (২২), তাসনিম মাহমুদ (২৩), শেখ মোহাম্মাদ (২২), কৌশিক রায় (২৩), রবিন (২০), তারেক (২১)।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফজলে রাব্বি হলে ছাত্রলীগের দু`গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি ঘটনা ঘটে। পরে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।