এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি’র উপ-উপাচার্য
‘বাংলাদেশ এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৭’ পেয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী। রোববার রাজধানীর একটি হোটেলে ‘দক্ষিণ এশিয়ার অংশীদারিত্ব’ শীর্ষক এক সম্মেলনে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘সিএমও-এশিয়া’ এবং ‘ওয়ার্ল্ড এডুকেশন কনগ্রেস’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন- ‘ওয়ার্ল্ড সিএসআর ডে অ্যান্ড ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি’-এর প্রতিষ্ঠাতা ড. আর. এল ভাতিয়া।
শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং উদাহরণযোগ্য নেতৃত্ব স্থাপন করায় এ পুরস্কার তাকে দেয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পুরস্কার উচ্চশিক্ষায় জ্ঞান বিনিময়কে নেতৃত্বের একটি মূল যোগ্যতা হিসাবে চিহ্নিত করবে, যা উদ্ভাবনী ক্ষমতাকে একটি প্রতিযোগিতামূলক প্রান্তে পৌঁছে দেবে।
জেডএ/জেআইএম