ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

আধিপত্য বিস্তারে ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল থেকে | প্রকাশিত: ০৪:১৯ এএম, ৩০ অক্টোবর ২০১৭

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দিনগত গভীর রাতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সজিব তালুকদার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

জানা গেছে, সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কিছু ভাংচুর করে সাধারণ সম্পাদক গ্রুপের সমর্থকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা করছে সাধারণ শিক্ষার্র্থীরা।

আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাকে রাত ২টার দিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষ এবং ক্যাম্পাসের কক্ষ ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরিফ উর রহমান টগর/আরএস/জেআইএম

আরও পড়ুন